USA BANGLADESH TAX TREATY Bangla Notes P5

অনুচ্ছেদ ২১

শিক্ষক, ছাত্র এবং প্রশিক্ষণার্থী

১. এমন একজন ব্যক্তি, যিনি একটি চুক্তিবদ্ধ রাষ্ট্রে বিশ্ববিদ্যালয়, কলেজ বা অন্য স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান বা গবেষণায় নিয়োজিত হওয়ার উদ্দেশ্যে অস্থায়ীভাবে সফর করেন এবং যিনি সেই সফরের ঠিক আগে অন্য চুক্তিবদ্ধ রাষ্ট্রের বাসিন্দা ছিলেন, তিনি প্রথম উল্লিখিত চুক্তিবদ্ধ রাষ্ট্রে এই ধরনের শিক্ষাদান বা গবেষণার জন্য প্রাপ্ত যেকোনো পারিশ্রমিকের উপর সেই উদ্দেশ্যে প্রথম সফরের তারিখ থেকে দুই বছরের বেশি না হওয়া সময়ের জন্য করমুক্ত থাকবেন।

২. এমন একজন ব্যক্তি, যিনি একটি চুক্তিবদ্ধ রাষ্ট্রের বাসিন্দা ছিলেন এবং অন্য চুক্তিবদ্ধ রাষ্ট্রে প্রাথমিকভাবে নিম্নলিখিত উদ্দেশ্যে অস্থায়ীভাবে উপস্থিত আছেন:

ক) সেই অন্য রাষ্ট্রে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল বা অন্য স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করা;

খ) ব্যবসায়িক বা প্রযুক্তিগত প্রশিক্ষণার্থী হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করা; অথবা

গ) সরকারি, ধর্মীয়, দাতব্য, বা শিক্ষাগত সংস্থা থেকে অনুদান, ভাতা বা পুরস্কার প্রাপক হিসেবে অধ্যয়ন বা গবেষণা করা;

তিনি সেই অন্য রাষ্ট্রে প্রথম আগমনের তারিখ থেকে নিম্নলিখিত বিষয়ে সেই অন্য রাষ্ট্রে করমুক্ত থাকবেন:

i) তার ভরণপোষণ, শিক্ষা বা প্রশিক্ষণের উদ্দেশ্যে বিদেশ থেকে প্রাপ্ত সমস্ত রেমিট্যান্স;

ii) অনুদান, ভাতা বা পুরস্কার; এবং

iii) এই ধরনের উদ্দেশ্যে তার উপলব্ধ সম্পদের পরিপূরক হিসেবে সেই অন্য চুক্তিবদ্ধ রাষ্ট্রে প্রদত্ত ব্যক্তিগত সেবার জন্য প্রাপ্ত পারিশ্রমিক, যা প্রতি করযোগ্য বছরে ৮,০০০ মার্কিন ডলার বা বাংলাদেশী টাকায় এর সমতুল্য পরিমাণ অতিক্রম করে না।

উপ-প্যারাগ্রাফ খ)-এ বর্ণিত ব্যক্তির ক্ষেত্রে, এই করমুক্তি অন্য রাষ্ট্রে ব্যক্তির প্রথম আগমনের তারিখ থেকে দুই বছরের বেশি সময়ের জন্য প্রযোজ্য হবে না।

৩. এই অনুচ্ছেদ গবেষণা থেকে প্রাপ্ত আয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যদি এই ধরনের গবেষণা জনস্বার্থে নয়, বরং প্রাথমিকভাবে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের ব্যক্তিগত সুবিধার জন্য পরিচালিত হয়।

অনুচ্ছেদ ২২

অন্যান্য আয়

১. একটি চুক্তিবদ্ধ রাষ্ট্রের বাসিন্দার আয়ের আইটেম, যেখানেই উৎপন্ন হোক না কেন, যা এই সম্মেলনের পূর্ববর্তী অনুচ্ছেদগুলোতে বিবেচিত হয়নি, শুধুমাত্র সেই রাষ্ট্রে করযোগ্য হবে।

২. প্যারাগ্রাফ ১-এর বিধান অস্থাবর সম্পত্তি থেকে প্রাপ্ত আয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যেমনটি অনুচ্ছেদ ৬ (অস্থাবর সম্পত্তি থেকে আয়)-এর প্যারাগ্রাফ ২-এ সংজ্ঞায়িত, যদি এই ধরনের আয়ের প্রাপক, একটি চুক্তিবদ্ধ রাষ্ট্রের বাসিন্দা হয়ে, অন্য চুক্তিবদ্ধ রাষ্ট্রে অবস্থিত একটি স্থায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন বা সেই অন্য রাষ্ট্রে অবস্থিত একটি নির্দিষ্ট ভিত্তি থেকে স্বাধীন ব্যক্তিগত সেবা প্রদান করেন, এবং যে অধিকার বা সম্পত্তির জন্য আয় প্রদান করা হয় তা এই স্থায়ী প্রতিষ্ঠান বা নির্দিষ্ট ভিত্তির সাথে কার্যকরভাবে সংযুক্ত থাকে। এই ধরনের ক্ষেত্রে, অনুচ্ছেদ ৭ (ব্যবসায়িক মুনাফা) বা অনুচ্ছেদ ১৫ (স্বাধীন ব্যক্তিগত সেবা)-এর বিধান, যেটি প্রযোজ্য, তা প্রয়োগ করা হবে।

৩. প্যারাগ্রাফ ১ এবং ২ সত্ত্বেও, একটি চুক্তিবদ্ধ রাষ্ট্রের বাসিন্দার আয়ের আইটেম, যা এই সম্মেলনের পূর্ববর্তী অনুচ্ছেদগুলোতে বিবেচিত হয়নি এবং অন্য চুক্তিবদ্ধ রাষ্ট্রে উৎপন্ন হয়, সেই অন্য রাষ্ট্রে করযোগ্য হতে পারে।

অনুচ্ছেদ ২৩

দ্বৈত করমুক্তি থেকে স্বস্তি

১. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনের বিধান এবং সীমাবদ্ধতা অনুসারে (যা এখানে সাধারণ নীতি পরিবর্তন না করে সময়ে সময়ে সংশোধিত হতে পারে), মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা বা নাগরিককে মার্কিন আয়করের বিরুদ্ধে বাংলাদেশে প্রদত্ত বা জমা হওয়া করের যথাযথ পরিমাণ ক্রেডিট হিসেবে অনুমোদন করবে; এবং, মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানির ক্ষেত্রে, যিনি বাংলাদেশের বাসিন্দা কোম্পানির ভোটাধিকার স্টকের কমপক্ষে ১০ শতাংশ মালিকানাধীন এবং যে কোম্পানি থেকে মার্কিন কোম্পানি কোনো করযোগ্য বছরে লভ্যাংশ গ্রহণ করে, মার্কিন যুক্তরাষ্ট্র সেই কোম্পানি দ্বারা বাংলাদেশে প্রদত্ত বা জমা হওয়া করের যথাযথ পরিমাণের জন্য ক্রেডিট অনুমোদন করবে, যে মুনাফা থেকে এই ধরনের লভ্যাংশ প্রদান করা হয়। এই যথাযথ পরিমাণ বাংলাদেশে প্রদত্ত বা জমা হওয়া করের পরিমাণের উপর ভিত্তি করে হবে, তবে ক্রেডিটটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের উৎস থেকে আয়ের উপর মার্কিন কর সীমাবদ্ধ করার জন্য মার্কিন আইন দ্বারা প্রদত্ত সীমাবদ্ধতা অতিক্রম করবে না। বাংলাদেশে প্রদত্ত করের সাথে সম্পর্কিত মার্কিন ক্রেডিট প্রয়োগের উদ্দেশ্যে, অনুচ্ছেদ ২ (কভারকৃত কর)-এর প্যারাগ্রাফ ২(খ) এবং ৩-এ উল্লিখিত করগুলো আয়কর হিসেবে বিবেচিত হবে।

২. বাংলাদেশের আইনের বিধান এবং সীমাবদ্ধতা অনুসারে (যা এখানে সাধারণ নীতি পরিবর্তন না করে সময়ে সময়ে সংশোধিত হতে পারে), বাংলাদেশ বাংলাদেশের বাসিন্দাকে বাংলাদেশ করের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রদত্ত বা জমা হওয়া করের যথাযথ পরিমাণ ক্রেডিট হিসেবে অনুমোদন করবে; এবং, বাংলাদেশের কোম্পানির ক্ষেত্রে, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা কোম্পানির ভোটাধিকার স্টকের কমপক্ষে ১০ শতাংশ মালিকানাধীন এবং যে কোম্পানি থেকে কোনো আয়কর বছরে লভ্যাংশ গ্রহণ করে, বাংলাদেশ সেই কোম্পানি দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রদত্ত বা জমা হওয়া করের যথাযথ পরিমাণের জন্য ক্রেডিট অনুমোদন করবে, যে মুনাফা থেকে এই ধরনের লভ্যাংশ প্রদান করা হয়। এই যথাযথ পরিমাণ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রদত্ত বা জমা হওয়া করের পরিমাণের উপর ভিত্তি করে হবে, তবে ক্রেডিটটি বাংলাদেশের বাইরের উৎস থেকে আয়ের উপর বাংলাদেশ কর সীমাবদ্ধ করার জন্য বাংলাদেশ আইন দ্বারা প্রদত্ত সীমাবদ্ধতা অতিক্রম করবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রদত্ত করের সাথে সম্পর্কিত বাংলাদেশ ক্রেডিট প্রয়োগের উদ্দেশ্যে, অনুচ্ছেদ ২ (কভারকৃত কর)-এর প্যারাগ্রাফ ২(ক) এবং ৩-এ উল্লিখিত করগুলো আয়কর হিসেবে বিবেচিত হবে।

৩. যেখানে একজন মার্কিন নাগরিক বাংলাদেশের বাসিন্দা:

ক) এই সম্মেলনের বিধান অনুসারে যে আয়ের আইটেমগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে করমুক্ত বা বাংলাদেশের বাসিন্দা, যিনি মার্কিন নাগরিক নন, তাদের দ্বারা প্রাপ্ত হলে মার্কিন করের হ্রাসকৃত হারের অধীন, বাংলাদেশ বাংলাদেশ করের বিরুদ্ধে ক্রেডিট হিসেবে শুধুমাত্র সেই কর অনুমোদন করবে, যদি থাকে, যা মার্কিন যুক্তরাষ্ট্র এই সম্মেলনের বিধানের অধীনে আরোপ করতে পারে, শুধুমাত্র নাগরিকতার কারণে আরোপিত কর ছাড়া, যা অনুচ্ছেদ ১ (ব্যক্তিগত পরিধি)-এর প্যারাগ্রাফ ২-এর সংরক্ষণ ধারা অনুসারে আরোপিত হতে পারে;

খ) উপ-প্যারাগ্রাফ ক)-এ উল্লিখিত আয়ের আইটেমগুলোর উপর মার্কিন কর গণনার উদ্দেশ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন করের বিরুদ্ধে বাংলাদেশে প্রদত্ত আয়করকে ক্রেডিট হিসেবে অনুমোদন করবে, উপ-প্যারাগ্রাফ ক)-এ উল্লিখিত ক্রেডিটের পরে; এইভাবে অনুমোদিত ক্রেডিট উপ-প্যারাগ্রাফ ক)-এর অনুসারে বাংলাদেশ করের বিরুদ্ধে ক্রেডিটযোগ্য মার্কিন করের অংশ হ্রাস করবে না; এবং

গ) মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বৈত করমুক্তি প্রদানের একমাত্র উদ্দেশ্যে উপ-প্যারাগ্রাফ খ)-এর অধীনে, উপ-প্যারাগ্রাফ ক)-এ উল্লিখিত আইটেমগুলো বাংলাদেশে উৎপন্ন হয় বলে গণ্য হবে, যতদূর প্রয়োজন উপ-প্যারাগ্রাফ খ)-এর অধীনে এই ধরনের আয়ের দ্বৈত কর এড়ানোর জন্য।

অনুচ্ছেদ ২৪

বৈষম্যহীনতা

১. একটি চুক্তিবদ্ধ রাষ্ট্রের জাতীয়দের অন্য রাষ্ট্রে এমন কোনো কর বা এর সাথে সম্পর্কিত কোনো প্রয়োজনীয়তার অধীন করা হবে না, যা একই পরিস্থিতিতে সেই অন্য রাষ্ট্রের জাতীয়দের উপর আরোপিত বা আরোপিত হতে পারে এমন কর এবং সম্পর্কিত প্রয়োজনীয়তার তুলনায় ভিন্ন বা অধিক বোঝাস্বরূপ। মার্কিন যুক্তরাষ্ট্রের করের উদ্দেশ্যে, মার্কিন যুক্তরাষ্ট্রে বাসিন্দা নন এমন মার্কিন জাতীয়রা মার্কিন যুক্তরাষ্ট্রে বাসিন্দা নন এমন বাংলাদেশী জাতীয়দের সাথে একই পরিস্থিতিতে নেই। এই বিধান, অনুচ্ছেদ ১ (ব্যক্তিগত পরিধি)-এর বিধান সত্ত্বেও, এমন ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যারা কোনো চুক্তিবদ্ধ রাষ্ট্রের বাসিন্দা নন।

২. একটি চুক্তিবদ্ধ রাষ্ট্রের বাসিন্দা বা উদ্যোগের অন্য চুক্তিবদ্ধ রাষ্ট্রে অবস্থিত স্থায়ী প্রতিষ্ঠান বা নির্দিষ্ট ভিত্তির উপর কর সেই অন্য রাষ্ট্রে সেই একই কার্যক্রম পরিচালনাকারী সেই অন্য রাষ্ট্রের বাসিন্দা বা উদ্যোগের উপর আরোপিত করের তুলনায় কম অনুকূলভাবে আরোপিত হবে না।

৩. অনুচ্ছেদ ৯ (সম্পর্কিত উদ্যোগ)-এর প্যারাগ্রাফ ১, অনুচ্ছেদ ১১ (সুদ)-এর প্যারাগ্রাফ ৫, বা অনুচ্ছেদ ১২ (রয়্যালটি)-এর প্যারাগ্রাফ ৫-এর বিধান প্রযোজ্য না হলে, একটি চুক্তিবদ্ধ রাষ্ট্রের উদ্যোগ দ্বারা অন্য চুক্তিবদ্ধ রাষ্ট্রের বাসিন্দাকে প্রদত্ত সুদ, রয়্যালটি এবং অন্যান্য বিতরণ, এই ধরনের উদ্যোগের করযোগ্য মুনাফা নির্ধারণের উদ্দেশ্যে, একই শর্তে কর্তনযোগ্য হবে যেমনটি প্রথম উল্লিখিত রাষ্ট্রের বাসিন্দাকে প্রদান করা হলে হতো। এই প্যারাগ্রাফের বিধান বাংলাদেশের আইনের প্রয়োগকে প্রভাবিত করবে না, যা সুদ, রয়্যালটি এবং অন্যান্য বিতরণ থেকে উৎসে কর কর্তনের শর্ত হিসেবে প্রয়োজন করে। একটি চুক্তিবদ্ধ রাষ্ট্রের বাসিন্দার অন্য চুক্তিবদ্ধ রাষ্ট্রের বাসিন্দার কাছে যেকোনো ঋণ, প্রথম উল্লিখিত বাসিন্দার করযোগ্য মূলধন নির্ধারণের উদ্দেশ্যে, একই শর্তে কর্তনযোগ্য হবে যেমনটি প্রথম উল্লিখিত রাষ্ট্রের বাসিন্দার কাছে চুক্তিবদ্ধ হলে হতো।

৪. একটি চুক্তিবদ্ধ রাষ্ট্রের উদ্যোগ, যার মূলধন সম্পূর্ণ বা আংশিকভাবে, সরাসরি বা পরোক্ষভাবে, অন্য চুক্তিবদ্ধ রাষ্ট্রের এক বা একাধিক বাসিন্দা দ্বারা মালিকানাধীন বা নিয়ন্ত্রিত, প্রথম উল্লিখিত রাষ্ট্রে এমন কোনো কর বা এর সাথে সম্পর্কিত কোনো প্রয়োজনীয়তার অধীন হবে না, যা প্রথম উল্লিখিত রাষ্ট্রের অন্যান্য অনুরূপ উদ্যোগের উপর আরোপিত বা আরোপিত হতে পারে এমন কর এবং সম্পর্কিত প্রয়োজনীয়তার তুলনায় ভিন্ন বা অধিক বোঝাস্বরূপ।

৫. এই অনুচ্ছেদের কোনো কিছুই এমনভাবে ব্যাখ্যা করা হবে না যে, একটি চুক্তিবদ্ধ রাষ্ট্রকে অন্য চুক্তিবদ্ধ রাষ্ট্রের বাসিন্দাদের জন্য ব্যক্তিগত ভাতা, স্বস্তি এবং করের জন্য হ্রাস প্রদান করতে বাধ্য করা হয়, যা এটি তার নিজস্ব বাসিন্দাদের জন্য প্রদান করে।

৬. এই অনুচ্ছেদের কোনো কিছুই এমনভাবে ব্যাখ্যা করা হবে না যে, কোনো চুক্তিবদ্ধ রাষ্ট্রকে অনুচ্ছেদ ১৪ (শাখা কর)-এ বর্ণিত কর আরোপ করা থেকে বাধা দেয়।

৭. এই অনুচ্ছেদের বিধানগুলো একটি চুক্তিবদ্ধ রাষ্ট্র বা তার রাজনৈতিক উপবিভাগ বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা আরোপিত প্রতিটি ধরনের এবং বর্ণনার করের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *